চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেনের ধাক্কায় তাসলিমা খাতুন (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবারর (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার যাদুপুর গ্রামে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসলিমা খাতুন ওই গ্রামের মশিউর রহমানের মেয়ে।
জিআরপি আমনুরা ফাঁড়ির ইনচার্জ এসআই আইনুল হক জানান, শিশুটি বাড়ির পাশে রেললাইনে খেলার সময় রাজশাহী থেকে রহনপুরগামী পূর্ণর্ভবা-মল্লিকা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।