Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টার মধ্যে চবি ভিসি’র পদত্যাগ দাবিতে বিক্ষোভ

চবি করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ২১:০২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো : ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিক্ষোভের সময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- ২৪ ঘণ্টার মধ্যে ভিসিসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগ, হামলাকারীদের বিরুদ্ধে চবি প্রশাসনের পক্ষ থেকে মামলা ও ঘটনার বিচার, নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় সেল গঠন, আহত প্রত্যেক শিক্ষার্থীর চিকিৎসা খরচ বহন ও প্রয়োজনে বিদেশে পাঠানো এবং ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া।

বিজ্ঞাপন

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ‘আহত ১৫শ- হয়ে গেলো ২শ, আমার ভাই আইসিইউতে-ভিসি গেছে নিয়োগ বোর্ডে, যেই ভিসি তুচ্ছ-সেই ভিসি আমার না, প্রশাসন হায় হায়- নিরাপত্তার খবর নাই, এক দুই তিন চার- ভিসি তুই গদি ছাড়’ এমন আরও অনেক স্লোগান দেন।

সমাবেশে চবি শিক্ষার্থী সাকিব মাহমুদ রুমি বলেন, ‘ গতকাল সাংবাদিককদের সঙ্গে কথা বলার সময় ভিসি স্যার নিজেকে সামান্য ভিসি, তুচ্ছ ভিসি বলেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় বলে তুচ্ছ করেছেন। উনি ব্যক্তি ইয়াহ্ইয়া আখতার তুচ্ছ হলেও হতে পারেন, এটা তার ব্যক্তিগত বিষয়।’

‘কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি তুচ্ছ না। আমাদের ভিসি দেশের সামান্য কেউ না। আমাদের বিশ্ববিদ্যালয় অজ পাড়াগাঁয়ের কোনো ভার্সিটি না। এটা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। র‍্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ এলাকাবাসীর সামনে আমাদের আত্মমর্যাদা তিনি ধুলায় মিশিয়ে দিয়েছেন। ভিসির এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। সেই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহফুজ আহমেদ বলেন, ‘গতকাল স্থানীয় এলাকাবাসীর হামলায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। তাদের হাসপাতালে দেখতে না গিয়ে ভিসি নিয়োগ বোর্ড বসিয়েছেন। এদিকে আমাদের ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছেন। এই প্রশাসন শিক্ষার্থীদের নিরপত্তা দিতে ব্যর্থ। ভিসি ও প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে।’

সারাবাংলা/এমআর/এসআর

চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি ভিসি পদত্যাগ দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর