Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩২

ঢাকা: সদ্য সমাপ্ত আগস্টে ২৪২ কোটি ২০ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে এসেছে। স্থানীয় মুদ্রায় প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত আগস্টে ২৪২ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই মাসের (আগস্ট, ২০২৪) চেয়ে ১৯ কোটি ৮০ লাখ ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা।

বিজ্ঞাপন

পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) মোট ৪৯০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪১৩ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে ৭৬ কোটি ২০ ডলার বেশি এসেছে। প্রবৃদ্ধির হার ১৮ দশমিক ৪ শতাংশ।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ২০২৪-২৫ অর্থবছরে মোট প্রবাসী আয় এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা এর আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

সারাবাংলা/আরএস

আগস্ট ২০২৫ রেমিট্যান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর