Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ রাজনৈতিক দলের অঙ্গীকার
আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রশ্নে এক থাকব

স্পেশাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৭

২২টি দলের নেতারা।

ঢাকা: আজ থেকে আমরা এক থাকবো। একসঙ্গে আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রশ্নে এক থাকবো বলে অঙ্গীকার ব্যক্ত করেছে গণঅধিকার পরিষদসহ ২২টি রাজনৈতিক দল।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজি টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ২২টি রাজনৈতিক দলের সভা হয়। সভা শেষে এক সঙ্গে হাত উচিয়ে এসব কথা বলেন সবাই।

সভায় যেসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে

  • গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
  • আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেফতার করতে হবে।
  • ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা করা।
  • ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার করতে হবে।
  • নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহিদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ করা হবে।

এর আগে গত জানুয়ারি মাসে সর্বদলীয় বৈঠক হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এইচআই

আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর