Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটক এক্সপ্রেস
পটিয়ায় যাত্রীসহ বগি রেখে চলে এল ইঞ্জিন

স্পেশাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৩

ট্রেনের বগি ও ইঞ্জিন বিচ্ছিন্ন

চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজার থেকে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ট্রেনের বগি ও ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে আটকে যায়। এ সময় বগি রেখেই ইঞ্জিন চলে আসে চট্টগ্রাম রেলস্টেশনে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলায় কচুয়াই ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, রাত পৌনে ৮টায় নির্ধারিত শিডিউল অনুযায়ী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার রেলস্টেশন ছেড়ে আসে। রাত পৌনে ১০টার দিকে ট্রেনটি কচুয়াই ইউনিয়নের গিরিশ চৌধুরী বাজার সংলগ্ন রেলগেইট এলাকায় পৌঁছে।

এ সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান যাত্রী ও স্থানীয়রা। ট্রেনের মোট ১৯টি বগি সেখানে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে আটকে যায়। এতে বগিতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

বিচ্ছিন্ন ইঞ্জিনটি চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছার পর একটি রিলিফ ট্রেন বগিগুলো উদ্ধারের জন্য রাত ১১টার দিকে রওনা দেয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম রেলস্টেশন মাস্টার আবু জাফর মজুমদার সারাবাংলাকে বলেন, ‘ইঞ্জিনের হুক ভেঙে যাওয়ায় বগিগুলো আলাদা হয়ে যায়। তবে ট্রেন লাইনচ্যুত হয়নি। রিলিফ ট্রেন গেছে। দ্রুততম সময়ের মধ্যে বগিগুলো নিয়ে আসবে।’

তবে রাতের মধ্যে কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামে আর কোনো ট্রেন আসা-যাওয়ার শিডিউল নেই বলে জানান স্টেশন মাস্টার।