Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুদানে ভয়াবহ ভূমিধসে সহস্রাধিক প্রাণহানি: বিদ্রোহী গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৫

সুদানে ভয়াবহ ভূমিধস। ছবি: সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের মাররা পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ সময় মাত্র একজন প্রাণে বেঁচে গেছেন।

দেশটির বিদ্রোহী সংগঠন সুদান লিবারেশন মুভমেন্ট/সেনাবাহিনী  এক বিবৃতিতে এ তথ্য জানায়। সংগঠনটি জানিয়েছে, বেশ কয়েক দিন ভারী বর্ষণের কারণে গত ৩১ আগস্ট ওই ভূমিধস হয়।

সুদানের দারফুর অঞ্চলের মধ্যে মারা মাউন্টেইনসে গ্রামটির অবস্থান। এর নিয়ন্ত্রণ রয়েছে সুদান লিবারেশন মুভমেন্টের কাছে।

সুদানের সেনাবাহিনী ও প্যারমিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে অনেক মানুষ দারফুরের ওই পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। অঞ্চলটি এতটাই দুর্গম যে সেখানে পর্যাপ্ত খাবার ও ওষুধ পাওয়াই দুস্কর।

বিজ্ঞাপন

দুই বাহিনীর দ্বন্দ্বের জেরে দুই বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। জীবন বাঁচাতে সেখানে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন তারা।

সুদানে ভয়াবহ ভূমিধস। ছবি: সংগৃহীত

এদিকে, ভূমিধসে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে সুদানের সেনাবাহিনী।

দীর্ঘদিন ধরে চলমান সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘাত থেকে বাঁচতে অনেকে আশ্রয় নিয়েছিলেন দুর্গম মাররা পর্বতমালায়। তবে সেখানে খাদ্য ও চিকিৎসাসামগ্রীর মারাত্মক সংকট রয়েছে।

গত দুই বছরের গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ তীব্র খাদ্যসংকটে ভুগছে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদিকে উত্তর দারফুর অঙ্গরাজ্যের রাজধানী আল-ফাশির বর্তমানে গোলাগুলির মুখে রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

মৃত্যু সুদানে ভূমিধস

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১

আরো

সম্পর্কিত খবর