Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৩ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৩

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (বামে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

চীনের সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন চলাকালীন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ধারণা করা হচ্ছে, এই দুই নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে ক্রেমলিন।

গত সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ২০১৫ সালের পারমাণবিক চুক্তি মেনে না চলার অভিযোগে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনরায় আরোপের কথা বলার পর রাশিয়া প্রকাশ্যে তার মিত্র ইরানের প্রতি সমর্থন জানায়।

এই তিনটি ইউরোপীয় দেশ কয়েক সপ্তাহ ধরে তেহরানকে সতর্ক করে আসছিল যে, ২০১৫ সালের পরমাণু চুক্তিটি আগামী অক্টোবরে শেষ হয়ে যাবে এবং তখন জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর হতে পারে।

বিজ্ঞাপন

দেশগুলো তেহরানকে ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। এই চুক্তির মাধ্যমে ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল, যার বিনিময়ে তাদের অর্থনীতির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অরগানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একই গাড়িতে করে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে যান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর