Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘদিন পড়ে থাকা গাছে হিলি রেল ভবনের ক্ষতি, নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩১ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০২

– ছবি : সারাবাংলা

দিনাজপুর: জেলার হিলি রেলস্টেশনের কয়েকটি পুরাতন নিম ও বট গাছ দীর্ঘদিন ধরে স্টেশন ভবনের ওপর পড়ে আছে। রোদ-বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব গাছের চাপ স্টেশনের টিনের চালা, দেওয়াল ও অন্যান্য স্থাপনায় মারাত্মক ক্ষতি করছে। এতে সরকারের কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছগুলো এখনও অপসারণ করা হয়নি। অনেক গাছ শুকিয়ে ও পচে মাটির সঙ্গে মিশে যাচ্ছে।

– ছবি : সারাবাংলা

স্থানীয়রা বলছেন, কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে সরকারি সম্পদ নষ্ট হচ্ছে, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা আমজাদ খান বলেন, বছরের পর বছর গাছগুলো বৃষ্টি-রোদে পড়ে থেকে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। অথচ সময়মতো টেন্ডারের মাধ্যমে এগুলো বিক্রি করে দিলে সরকারের তহবিলে কিছু অর্থ জমা হতো। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।

বিজ্ঞাপন

আরেক বাসিন্দা সোহেল রানা বলেন, ভবনের উপর গাছ পড়ে থাকার কারণে ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ এগুলো বিক্রি করে দিলে সরকারের বড় অংকের রাজস্ব আসত।

– ছবি : সারাবাংলা

এ বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী (রেল পথ) আব্দুর রহমান বলেন, ঝড়-বৃষ্টিতে রেল ভবনের ওপর গাছ ভেঙে পড়েছে। সরকারের অনুমতি ছাড়া এগুলো স্থানীয়ভাবে বিক্রি করা সম্ভব নয়। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সারাবাংলা/আরএস

হিলি রেলস্টেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর