Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৯ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৯

সারোয়ার উদ্দিন আহমেদ মিঠু।

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে নাদিমুল হক এলেম হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যার ঘটনায় গেন্ডারিয়া মামলায় সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে (৫৫) গ্রেফতার করেছে সিআইডি। মিঠু সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জসীম উদ্দিন বলেন, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড়সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতাররা সারোয়ার উদ্দিন আহমেদ আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের সনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমএইচ/ইআ

গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

বিজ্ঞাপন

এলপিজি’র দাম আরেক দফা কমলো
২ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৭

নেত্রকোনায় ইয়াবাসহ ৫ যুবক আটক
২ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৭

আরো

সম্পর্কিত খবর