Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমন হবে প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৪

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দুই হাজারের বেশি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (৩১ আগস্ট) প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন প্রার্থীদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। এটি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী।

এই বড় নিয়োগে পরীক্ষার প্রশ্ন কেমন হবে? এ বিষয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, নিয়োগ পরীক্ষা হবে লিখিত। লিখিত পরীক্ষা ৯০ নম্বরের। বিষয়গুলো: বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)।

বিজ্ঞাপন

লিখিত পরীক্ষার সর্বনিম্ন উত্তীর্ণ নম্বর ৫০ শতাংশ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার নম্বর ১০।

নম্বর বন্টন যেভাবে: বাংলা ২৫, ইংরেজি ২৫, গণিত ২০, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ২০।

আবেদনের জন্য যে যোগ্যতা থাকতে হবে, এই পরীক্ষায় অংশ নিতে হলে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি।

সেই সঙ্গে সরকারি কর্ম কমিশন (পিএসসি) আরও জানিয়েছে, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

সারাবাংলা/এনএল/ইআ

প্রধান শিক্ষক নিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর