Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯

নিহতের মরদেহ।

ফরিদপুর: জেলার সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। হত্যাকারী স্বামী বক্কার শেখকে (৪৩) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মর্জিনা জেলার সদর উপজেলার ফুরসা গ্রামে মৃত মোচন মোল্যার মেয়ে। তাদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে।

নিহত মর্জিনার স্বজন ও স্থানীয়রা জানান, ভোররাতে মর্জিনা ও বক্কারের মধ্যে প্রচন্ড আকারে ঝগড়া হয়। একপর্যায়ে বক্কার ঘর থেকে বের হয়ে গেলে তার স্ত্রী ঘরের দরজা আটকে দেয়। পরে ঘরের টিনের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে বটির আছারি দিয়ে মর্জিনার মাথায় আঘাত করে স্বামী বক্কার। একাধিক আঘাতের কারণে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যায় মর্জিনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বক্কারকে আটক করে।

বিজ্ঞাপন

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, পারিবারিক কলহের জেরে বটির আছারি দিয়ে পিটিয়ে স্ত্রী মর্জিনাকে হত্যা করে স্বামী বক্কার শেখ। খবর পাওয়া মাত্রই বক্কারকে আটক করা হয়। এদিকে, মর্জিনার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসডব্লিউ

পিটিয়ে হত্যা স্ত্রীকে হত্যা স্বামী আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর