Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাহিরপুরে বালু উত্তোলনের অভিযোগে আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩০

বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়।

সুনামগঞ্জ: জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও ছড়া থেকে বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকদের মধ্যে তিনজনকে চারদিন করে এবং একজনকে সাতদিনের কারাদণ্ড প্রদান করে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের সাজিনুর মেম্বারের ছেলে মনসুর আলমকে (২০) সাতদিন ও একই গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে রুহান মিয়া (১৯), মৃত আব্দুল শহিদের ছেলে ময়না মিয়া (৩৭), জামাল মিয়ার ছেলে ফরুয়ারকে (২০) চারদিন করে কারাদণ্ড দিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

তাহিরপুর উপজেলা নির্বাহি অফিসার মেহেদী হাসান মানিক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, ‘উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় শক্তি হোক না কেন।’

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, কারাদণ্ড প্রাপ্ত্যদের মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে জেল হাজতে পাঠানো হবে।

সারাবাংলা/এসডব্লিউ

আটক ৪ বালু উত্তোলন

বিজ্ঞাপন

১৬ বছরেই পাওয়া যাবে এনআইডি
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৮

আরো

সম্পর্কিত খবর