Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে বাকৃবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৩

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন এখনো অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের একদিন অতিবাহিত হলেও সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি। আবারও রেলপথ অবরোধ করেছেন তারা। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হলে ছাত্রীরা অনেকেই চলে গেলেও ছাত্ররা হল ছাড়েনি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এর আগে, বাকৃবি ক্যাম্পাসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে শিক্ষার্থীরা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে ক্যাম্পাস ও হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখান করে তারা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানিয়েছেন, ছয় দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল সভা শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা গেটে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে। পরে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তালা ভেঙে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সোমবার শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে শিক্ষার্থী হলে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর