Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯০০, আহত ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৭ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৫

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জনে। আহত হয়েছেন আরও প্রায় তিন হাজার মানুষ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের সরিয়ে নেওয়ার কাজ চলছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পে সৃষ্ট ভূমিধসে কয়েকটি সড়ক বন্ধ হয়ে গিয়েছিল, তবে অধিকাংশই পুনরায় চালু করা হয়েছে। অবশিষ্ট সড়কও খুলে দেওয়ার কাজ চলছে, যাতে দুর্গম এলাকায় পৌঁছানো সহজ হয়।

ভূমিকম্পের পর তিনদিন পরও এখনও অনেকেই নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে, তবে ধীর গতিতে। রাস্তা ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বিজ্ঞাপন

দাতব্য সংস্থা ইসলামিক রিলিফের প্রধান ইব্রাহিম আহমেদ আল জাজিরাকে বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কাছে অনুসন্ধান ও উদ্ধারকারী দলের পৌঁছানো খুবই কঠিন।

তিনি বলেন, দাতব্য সংস্থা কুনার ও নানগারহারে কাজ করছে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো কঠিন, এবং সংস্থাগুলো ক্ষতিগ্রস্তদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকদের উপর নির্ভর করছে।

স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর আরও অন্তত তিনটি আফটারশক হয়। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

সারাবাংলা/ইআ

আফগানিস্তান ভয়াবহ ভূমিকম্প মৃতের সংখ্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর