Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি গণতান্ত্রিক ছাত্রজোটের

চবি করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্য ও প্রধান প্রক্টরের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক ছাত্রজোট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া বলেন, “গত ৩১ আগস্ট রাতে এক নারী শিক্ষার্থীর ওপর দারোয়ানের হামলার বিচার চাইতে গেলে স্থানীয়রা বাধা দেয়। একপর্যায়ে আইন বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ তন্ময়কে রক্তাক্ত করা হয়। বারবার কল করার পরও প্রক্টরিয়াল বডি কার্যকর পদক্ষেপ নেয়নি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন কলের সময় জানিয়েছিলেন, স্ত্রী অসুস্থ থাকায় তিনি হাসপাতালে আছেন। প্রধান প্রক্টর তানভীর হায়দার আরিফ কখনো মিটিংয়ে আছি বলেন, কখনো বিস্তারিত জানতে চান। আহত শিক্ষার্থী ও চলমান সংঘর্ষ থাকা সত্ত্বেও তাদের নির্লিপ্ত অবস্থান দায়িত্বহীনতার প্রমাণ।”

গণতান্ত্রিক ছাত্রজোট ছয় দফা দাবি করেছে। এর মধ্যে রয়েছে—

  • আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং খরচ প্রশাসনের দায়িত্বে রাখা।

  • জোবরার সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দ্রুত বিচার নিশ্চিত করা।

  • ক্যাম্পাসে ই-কার বৃদ্ধি এবং ১ ও ২ নম্বর গেট পর্যন্ত চক্রাকার বাস চালু করা।

  • শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আবাসনের রোডম্যাপ প্রণয়ন ও আবাসন ভাতা চালু করা।

  • ১ ও ২ নম্বর গেট ও রেলক্রসিংয়ে জোরালো নিরাপত্তা ব্যবস্থা।

  • শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রধান প্রক্টরের পদত্যাগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধ্রুব বড়ুয়া, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ-সাধারণ সম্পাদক উম্মে সাবাহ তাবাসসুম ও প্রচার সম্পাদক মোশরেফুল হক রাকিব।

সারাবাংলা/এমআর/এমপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী

বিজ্ঞাপন

এলপিজি’র দাম আরেক দফা কমলো
২ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৭

নেত্রকোনায় ইয়াবাসহ ৫ যুবক আটক
২ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৭

আরো

সম্পর্কিত খবর