Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৩ দিন পর হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫০

মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের ডোনা বর্ডারে বিএসএফের গুলিতে নিহত হওয়া আব্দুর রহমানের (৩০) মরদেহ তিন দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে পতাকা বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক পিলার ১৩৩৯ সংলগ্ন এলাকায় বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, সন্ধ্যা থেকেই বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তে মরদেহ ফেরতের অপেক্ষায় ছিলেন।

তিনি আরও জানান, গভীর রাতে মেঘালয় পুলিশ বাক্সবন্দি মরদেহ নিয়ে তামাবিল-ডাউকি সীমান্তে পৌঁছালে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট মরদেহ হস্তান্তর করা হয়। পরে কানাইঘাট থানা পুলিশ মরদেহ গ্রহণ করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সীমান্তের ১৩৩৮-৩৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে ভারত সীমান্তের প্রায় ৩০০ গজের ভিতরে গুলি চালায় বিএসএফ। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান।

নিহত আব্দুর রহমান কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। আবদুর রহমান ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে মহিষ কিনে ফেরার পথে বিএসএফের হামলার শিকার হন। এ সময় তার সঙ্গে থাকা অপর ব্যবসায়ীরাও গুলিতে আহত হয়।

যদিও অন্যরা কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আব্দুর রহমানের মরদেহ সীমান্তে পড়ে থাকে। ঘটনার পর বিজিবি ডোনা ক্যাম্প বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে মরদেহ ফেরত চায়। কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত মরদেহ হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এইচআই

বিএসএফ মরদেহ সিলেট সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর