ঢাকা: দেশের অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। গুরুত্বপূর্ণ হলেও ক্ষুদ্র উদ্যোক্তারা প্রায়ই অবহেলিত থেকে যান। অথচ ১ কোটি ক্ষুদ্র উদ্যোক্তা প্রায় ৩ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। গ্রামীণ ও শহরতলির জীবিকার মূল ভরসা হয়ে উঠেছে এসএমই খাত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ‘এন্টারপ্রেনার-লেড ইমপ্যাক্ট: ন্যাশনাল ওয়ার্কশপ অ্যান্ড মাল্টিস্টেকহোল্ডার ডায়ালগ’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
এতে ‘একটি সুস্থ বাংলাদেশ গড়তে উদ্যোক্তাদের ক্ষমতায়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে ১২০ জনেরও বেশি নীতি-নির্ধারক, দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী, সরকারি প্রতিনিধি, করপোরেট ও উদ্যোক্তা সহায়ক প্রতিষ্ঠান এবং খুলনা, পটুয়াখালী ও লালমনিরহাটের ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ হলেও প্রায়ই অবহেলিত থেকে যান। দেশে বর্তমানে ১ কোটিরও বেশি ক্ষুদ্র উদ্যোক্তা (কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ) রয়েছেন, যারা দেশের জিডিপির প্রায় ২৫ শতাংশ যোগান দেয় এবং ৩ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। গ্রামীণ ও শহরতলির জীবিকার মূল ভরসা হয়ে আছে এই খাত। বিশেষ করে ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন), খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং মাতৃ ও কিশোরী স্বাস্থ্য ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তারা শেষ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটারি সমাধান, পুষ্টিকর খাদ্য এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেন। এর মাধ্যমে একদিকে যেমন জীবিকা সৃষ্টি হয়, অন্যদিকে জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণে ইতিবাচক প্রভাব পড়ে।
ওয়ার্কশপে প্রদর্শিত হয় উদ্যোক্তাদের সাফল্যের গল্প ও উদ্ভাবন। এতে দেখা যায় উদ্যোক্তা ও অংশীদাররা অর্থায়নের জটিলতা ও বাজার সংযোগের দুর্বলতা চিহ্নিত করেন এবং সমাধানের পথ খুঁজে বের করেন।
ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. তারিকুল ইসলাম তারিক বলেন, এই কর্মশালা সহযোগিতার শক্তিকে সামনে এনেছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের নীতি-নির্ধারক, ব্যাংক, করপোরেট ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে যুক্ত করে আমরা এমন একটি শক্তিশালী পরিবেশ তৈরি করছি, যা উদ্যোক্তাদের আয়ের পাশাপাশি স্বাস্থ্যখাতে প্রভাব রাখতে সহায়তা করবে।
সংলাপ শেষে বিভিন্ন অংশীদাররা যৌথ প্রতিশ্রুতি দেন- ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজতর অর্থায়ন, শক্তিশালী বাজার সংযোগ এবং টেকসই ব্যবসা মডেল তৈরিতে সহযোগিতা করা হবে। এ কর্মশালা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ভবিষ্যতে ম্যাক্স ফাউন্ডেশনের নীতি-অ্যাডভোকেসি ও কার্যক্রমে দিকনির্দেশনা দেবে। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা আরও বেশি সহায়তা পাবেন এবং একটি সুস্থ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে অবদান রাখবেন।