Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনশনে থাকা ৬ শিক্ষক হাসপাতালে


২৪ ডিসেম্বর ২০১৭ ১৩:১৮

স্টাফ করেসপন্ডেন্ট

বেতনধাপের বৈষম্য কমানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের চলা আমরণ অনশন কর্মসূচিকে ছয় শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শহীদ মিনারে শিক্ষকদের দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে।

অসুস্থ শিক্ষকরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আজমল হোসেন (৪৫), লক্ষ্মীপুর রায়পুরার সালমা মুক্তারি (৪০), নরসিংদী বেলাবর আবদুল হাই বয়স (৫০), পিরোজপুর মঠবাড়িয়ার জাহিদ হাসান (৩৮), কিশোরগঞ্জ কারাইলের এমদাদুল হক (৪৫), বাগেরহাট সদরের নাসরিন আক্তার (৪০)।

জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার হাবিবুল হাসান জানান, হাসপাতালে আসা শিক্ষকদের প্রত্যেকেই শারীরিক দুর্বলতার জন্য অসুস্থ। তাদের সবাইকে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়েছে। তাদের স্যালাইন চলছে।

বাকি শিক্ষকরা এখনও শহীদ মিনারে অবস্থান করে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সেখানে থাকা সারাবাংলার করেসপন্ডেন্ট জানান, শিক্ষকরা অসুস্থ হওয়া শুরু করলে, অন্য শিক্ষকদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়। সেখানে নানা গুজবও ছড়িয়ে যাচ্ছে।

অনশনে থাকা কয়েকজন শিক্ষক দাবি করছেন, নাসরিন আক্তারের হৃদরোগ হয়েছে।

যদিও সারাবাংলার ঢাকা মেডিকেল করেসপন্ডেন্ট নিশ্চিত করেছেন কেউই গুরুতর অসুস্থ নন।

 

সারাবাংলা/এসও/এমএস/এমএ

অনশন প্রাথমিকের_শিক্ষক বেতন বৈষম্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর