Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ইয়াবাসহ ৫ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৭ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৮

নেত্রকোনা : নেত্রকোনার মদনে পৃথক অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মদন উত্তরপাড়া ও কদমতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মদন উত্তরপাড়া গ্রামের আব্দুল মাওলার ছেলে মো. রুবেল মিয়া (৩২), কদমশ্রী গ্রামের আবুল মিয়ার ছেলে মহিবুল (২৬), পরশখিলা ভাটিপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে হিরন মিয়া (২৮), তিয়শ্রী উত্তরপাড়া গ্রামের কহোজ মিয়ার ছেলে মিলন শেখ (৩২) ও ধনাই মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৮)

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, অভিযুক্ত পাঁচ যুবক মাদক ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায়  গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

আটক ইয়াবা নেত্রকোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর