Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সঙ্গে আরও গভীর সম্পর্ক চায় দক্ষিণ কোরিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৪ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৬

– (ছবি : সংগৃহীত)

ঢাকা: সিউল ও ঢাকার মধ্যে সম্পর্ক আরও গভীরের পথ ও উপায় খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সিউলে প্রেসিডেন্টের কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল পরিচয়পত্র প্রদানকালে লি জে মিয়ং এ মন্তব্য করেন।

মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় দূতাবাস জানায়, অত্যন্ত মনোরম ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাতকালে রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও তাদের শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বন্ধু ও উন্নয়ন সহযোগী। তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে প্রচেষ্টা চালানোর আগ্রহ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত শাতিল বাংলাদেশে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়ার অব্যাহত মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা করেন।

তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ঘোষিত লক্ষ্যমাত্রার প্রশংসা করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানান।

সারাবাংলা/একে/আরএস

বাংলাদেশ- দক্ষিণ কোরিয়া সম্পর্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর