Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় চবি কর্তৃপক্ষের মামলা, আসামি ১০০০

স্পেশাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৮

চট্টগ্রাম ব্যুরো : স্থানীয় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে স্থানীয় এক ‘যুবলীগ কর্মীকে’ প্রধান আসামি করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ আসামিদের বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী থানায় মামলাটি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) আব্দুর রহিম।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেন সারাবাংলাকে বলেন, ‘৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০০ থেকে ১ হাজার জনকে আসামি করে মামলা হয়েছে।’

মামলার আসামিদের বিষয়ে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন ওসি।

বিজ্ঞাপন

গত শনিবার (৩০ আগস্ট) রাতে ও পরদিন রোববার সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর দফায়, দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত তিন শতাধিক আহত হন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। আহতদের মধ্যে প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য এবং একজন উপ-উপাচার্যও আছেন। দ্বিতীয় দফায় সংঘর্ষের একপর্যায়ে রোববার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি
২০ অক্টোবর ২০২৫ ১০:৫৩

বুয়েটে বিভিন্ন পদে চাকরি
২০ অক্টোবর ২০২৫ ১০:৫০

শ্যামাপূজা ও দীপাবলি আজ
২০ অক্টোবর ২০২৫ ১০:৪৩

ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে
২০ অক্টোবর ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর