গোবিপ্রবি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদল ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতার রিটকারী ছাত্রীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় হল চত্বর থেকে শুরু হয়ে গোলচত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, ‘আমরা দেখছি, ৫ আগস্টের পর একটি গুপ্ত সংগঠনের আবির্ভাব হয়েছে, যারা গত ১৭ বছর ধরে স্বৈরাচারের সঙ্গে মিলেমিশে কাজ চালিয়েছে। এ কারণেই তারা তাদের কমিটি প্রকাশ করে না। বর্তমানে তারা সাইবার ক্রাইমের মাধ্যমে নারীদের হেনস্তা করছে। গোপনে নিজেদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, গোপনে রাজনীতি করে নিজেদের ফায়দা হাসিল করতে পারবে না।’
ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, ‘আপনারা গুপ্তভাবে রাজনীতি করবেন না, প্রকাশ্যে আসুন। আপনাদের বিরুদ্ধে কেউ ভালো কথা বললেও আপনারা ফেক আইডি দিয়ে প্রতিহত করেন। এই ফেক আইডির রাজনীতি বন্ধ করতে হবে। আমি ছাত্রদলের রাজনীতি করি, আমার পরিচয় আছে। আপনিও রাজনীতি করলে আপনার পরিচয় প্রকাশ্যে আনুন। সাইবার বুলিং ও অনলাইন রাজনীতি থেকে সরে আসুন।’
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা ছাত্রীকে গণধর্ষণের হুমকি প্রদানের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।