Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়লেখা সীমান্তে ১৭ রোহিঙ্গাসহ ১৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২২

সিলেট : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর পাল্লাতল সীমান্ত দিয়ে গভীর রাতে ১৭ রোহিঙ্গাসহ ১৮ জনকে ঠেলে পাঠাল ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর চা-বাগান থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে চারজন পুরুষ, পাঁচজন নারী ও আট শিশু ও একজন বাংলাদেশি পুরুষ রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের সীমান্ত থেকে ৫০০ গজ অভ্যন্তরে শাহবাজপুর চা-বাগানে ঘোরাঘুরি করতে দেখে বিজিবির টহল দল। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে- ভারত থেকে অবৈধ পথে ঠেলে পাঠানোর কথা জানান তারা। এ সময় তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

বেনাপোলে ট্রাকের চাপায় কিশোর নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৮

চলে গেলেন সংগীতশিল্পী ফরিদা পারভীন
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১১

আরো

সম্পর্কিত খবর