Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের মৃত্যুর গুজবে ট্রাম্পের জবাব

আন্তর্জাতিক ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অদ্ভুত এক খবর ছড়িয়ে পড়েছে। এক্স প্ল্যাটফর্মে শনিবার পর্যন্ত ‘ট্রাম্প মারা গেছেন’ এই শিরোনামেই এখন পর্যন্ত ৫৬ হাজারেরও বেশি পোস্ট হয়েছে। বিষয়টি নিয়ে ট্রাম্প নিজেই জানিয়েছেন, তার মৃত্যুর খবরটি ভুয়া। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার মৃত্যুর নিয়ে এমন জল্পনাকে ভুয়া খবর বলে ক্ষোভ প্রকাশ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সত্যি বলছেন? আমি তো এটা দেখিইনি। আমি জানি, ব্যাপারটা বেশ পাগলামি, কিন্তু গত সপ্তাহে আমি অনেকগুলো সংবাদ সম্মেলন করেছি, সবগুলোই সফল ছিল। সেগুলো খুব ভালোভাবে হয়েছে, যেমন এটা এখন হচ্ছে। আর তারপর আমি দুই দিন কোনো সম্মেলন করিনি আর তারা বলা শুরু করল, নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, এই বিষয়টি মিডিয়ায় এভাবে ছড়িয়ে পড়েছে সেই ব্যাপারে অবগত ছিলেন না তিনি। তবে, এ নিয়ে সংবাদমাধ্যমের খবর দেখেছেন। তবে সংবাদমাধ্যমগুলোতে এ খবর প্রচার করায় এর সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প বলেন, ‘এ কারণেই সংবাদমাধ্যমগুলোর গ্রহণযোগ্যতা কম।’

ট্রাম্প হেসে বলেন, ‘বাইডেন তো মাসের পর মাস ধরে সামনে থাকতেন না। আপনারা তাকে দেখতেই পেতেন না। অথচ কেউ কখনও বলেনি যে তার কিছু একটা হয়েছে। আর আমরা তো জানি, তিনি তখন দারুণ ফিট ছিলেন।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আপনি তো জানেন, আমি একজনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। আর সবাই দেখেছে যে সেটা আপনাদেরই এক প্রতিদ্বন্দ্বীর চ্যানেলে ছিল। আমি অনেকগুলো শোতে অংশ নিয়েছি এবং ট্রুথ সোশ্যালে অনেকগুলো পোস্ট দিয়েছি। আমার মনে হয়, সেগুলো বেশ তাৎপর্যপূর্ণ ছিল।’

এর আগে, ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠে। জুলাই মাসে তার হাতের ওপর ক্ষতচিহ্ন ও গোড়ালিতে ফোলাভাব দেখা যায়। সে সময় হোয়াইট হাউস দ্রুত বিষয়টি ‘গুরুতর কিছু নয়’ বলে জানিয়েছিল। তবে, সাম্প্রতিক সময়ে তার হাতের ক্ষত ঢাকতে মেকআপ ব্যবহার করা হয়েছে বলে যে ছবি প্রকাশ্যে এসেছে, তা নতুন করে বিতর্ককে উসকে দিয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ডোনাল্ড ট্রাম্প মৃত্যুর গুজব যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

গুগল ফটোজের নানা সুবিধা
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪১

হাসি কি সংক্রামক? বিজ্ঞান কী বলে
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২০

আরো

সম্পর্কিত খবর