Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে রিকশাচালক খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৯ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৬

পটিয়া থানা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক রিকশা চালক খুন হয়েছেন। পুলিশের ধারণা, যাত্রীবেশে রিকশায় উঠে ছিনতাইকারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকার শত, শত মানুষ বের হয়ে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন। এ ছাড়া পটিয়া পৌর সদরেও রিকশা চালকরা বিক্ষোভ করেন।

নিহত মো. শহীদের (৩৩) বাড়ি গাইবান্ধা জেলায়। আটদিন আগে পটিয়ায় এসে তিনি ব্যাটারি-চালিত রিকশা চালানো শুরু করেন বলে পুলিশ জানায়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান সারাবাংলাকে জানান, রিকশা চালক শহীদকে বুকে, পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ হেফাজতে নেয়।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, শহীদ যাত্রী নিয়ে ওই এলাকায় গিয়েছিলেন। কতজন যাত্রী ছিল সেটা জানা যায়নি। ধারণা করছি, রিকশা ছিনতাইয়ের জন্য পেশাদার অপরাধীরা এ ঘটনা ঘটিয়েছে।’

এ ঘটনায় এখনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/ইআ

ছুরিকাঘাতে খুন রিকশা চালক খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর