Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি মাসে হবে এনবিআরের ‘মিট দ্যা বিজনেস’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৭

ঢাকা: ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি মাসের ২য় বুধবার জাতীয় রাজস্ব বোর্ড সকল অংশীজনের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত হয়ে কাস্টমস, আয়কর এবং ভ্যাট বিষয়ে মাঠ পর্যায়ে তাদের সমস্যার কথা সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের নিকট উপস্থাপন করতে পারবেন। এতে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড সুস্পষ্ট ধারণা লাভ করে সেগুলো সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিগণের সেপ্টেম্বর’ সভাটি আগামী ১০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। সভায় অংশ নিতে এনবিআরের একটি গুগল ফরম পূরণ করতে হবে ব্যবসায়ীদের।

সারাবাংলা/ইএইচটি/এনজে

এনবিআর মিট দ্যা বিজনেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর