Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীর লোহালিয়া নদীতে মিলল ২ যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৭

উদ্ধার হওয়া দুই যুবকের মরদেহ।

পটুয়াখালী: জেলার লোহালিয়া নদী থেকে রেজাউল (২৮) ও তুহিন (২৫) নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় লোহালিয়া নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন নদী থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, মধ্যরাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রেজাউল সদর উপজেলার ভূরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন। আর তুহিন পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে।

মৃত আরেক যুবক তুহিন গত সোমবার রাতে ডিবির ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেওয়ার পর নিখোঁজ হয়। আর রেজাউল একইদিন সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়। তবে, ওইদিন রাতে লোহালিয়া এলাকার কাশিপুর রোড থেকে তার অটোটি উদ্ধার করে পুলিশ। পরপর দুটি লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

বিজ্ঞাপন

উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩
২৩ অক্টোবর ২০২৫ ০৮:২৩

আরো

সম্পর্কিত খবর