চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ‘অস্বাভাবিকভাবে’ মৃত্যু হওয়া এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ঘরে স্ত্রীর মরদেহ রেখে তার স্বামী আরেকটি কক্ষে দরজা বন্ধ করে বসেছিলেন। আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় তাকে আটক করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কানাইমাদারি গ্রামের এক বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সাদিয়া সুলতানা আলফি (১৯) ওই গ্রামের মিজানুর রহমান রিদুয়ানের স্ত্রী। আলফির বাবার বাড়ি পাশের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে। সাত মাস আগে তাদের বিয়ে হয় বলে জানা গেছে।
ঘটনাস্থলে যাওয়া চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। রিদুয়ানের ঘরের ডাইনিং রুম থেকে মরদেহটি আমরা উদ্ধার করি। তার গলায় ও শরীরের বিভিন্নস্থানে কিছু দাগ দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কীভাবে মৃত্যু হয়েছে সেটা বোঝা যাবে।’
রিদুয়ানের আচরণ অস্বাভাবিক ছিল জানিয়ে তিনি বলেন, ‘প্রতিবেশিরা জানিয়েছেন- সকালে এক মহিলা রিদুয়ানের ঘরে গেলে আলফিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার কাছ থেকে বিষয়টি জেনে প্রতিবেশিদের কয়েকজন সেখানে যান এবং তারা আলফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। তখন রিদুয়ান তাদের সবাইকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন এবং মরদেহ গোসল করিয়ে ডাইনিং রুমে এনে রাখেন। আমরা (পুলিশ) যখন সেখানে যাই, তখনও রিদুয়ানকে একটি কক্ষে দরজা বন্ধ করে বসে থাকতে দেখি। এরপর তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।’