ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া পদোন্নতির মাধ্যমে আরও দুই হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, যতদ্রুত সম্ভব এটি করতে ফেলতে চাই। আট হাজার এএসআই চেয়েছিলাম। এখন চার হাজারের অনুমোদন দেওয়া হয়েছে।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, সরকার আগামী নির্বাচনকে রোল মডেল করতে চায়। এ জন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।