চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি পুকুর থেকে কেয়া খাতুন (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-মোড়লপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ২৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন তিনি।
কেয়া খাতুন সাহাপাড়ার মির্জা শাহরিয়ারের মেয়ে এবং একই গ্রামের সৌদি প্রবাসী মো. সুমনের স্ত্রী।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বাড়ির এক কিলোমিটার দূরের একটি পুকুরে কেয়ার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধা করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে।