Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন বাধাগ্রস্ত করার শক্তি কারও নেই: বাবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪২

কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। ছবি: সংগৃহীত

ফরিদপুর: বাংলাদেশের এমন কোন শক্তি নেই যে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে—এমন মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ফরিদপুরের সদরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

বিজ্ঞাপন

শোভাযাত্রা শেষে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্যশস্য বিতরণ করেন।

সারাবাংলা/এসএস

নির্বাচন বাধাগ্রস্ত বাবুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর