পঞ্চগড়: পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লবকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে রংপুর মহানগরীর লাল কুঠি এলাকা থেকে মহানগর পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে পঞ্চগড় সদর থানা পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পল্লবকে ইজিবাইক চালক আল আমিন গুম ও হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শফিকুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘আওয়ামী লীগ নেতা পল্লব পলাতক ছিলেন। তাকে রংপুর মহানগর পুলিশের সহায়তায় আমরা আটক করেছি। তিনি ইজিবাইক চালক আল আমিন গুম ও হত্যা মামলার এজহার নামীয় আসামি। অন্য আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।’
এর আগে, ২০২৪ সালের ১০ নভেম্বর ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ ও ১৫০ জন অজ্ঞাত উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মনু মিয়া।