Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন
ঢাবির ৮ ও ১০ সেপ্টেম্বরের ছুটি প্রত্যাহার

ঢাবি করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩২ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে দেওয়া ৮ ও ১০ তারিখের ছুটি প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৩ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন এই তথ্য জানান। তিনি বলেন, ‘কেবল নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) ছুটি থাকবে।’

এর আগে নির্বাচন উপলক্ষ্যে ৭ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে প্রার্থীদের আপত্তির পরিপ্রেক্ষিতে ৭ তারিখের ছুটি বাতিল করে কমিশন। এর পরও একাধিক প্রার্থী নির্বাচনের সময় নিয়ে আপত্তি জানায়। সে কারণে ৮ ও ১০ তারিখের ছুটিও বাতিল করল নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

ছুটি বাতিল করলেও কেন্দ্র পুনর্বিন্যাসের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ‘প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বুথ ৫০০ থেকে ৭১০টি করা হয়েছে। নির্বাচনের দিন আমাদের শার্টলগুলো চালু থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না।’

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর