Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনো মেগাবুকের নতুন মাইলফলক অর্জন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:০০

ঢাকা: এআই-প্রযুক্তি নির্ভর ব্র্যান্ড টেকনো দেশে তাদের সবচেয়ে শক্তিশালী আল্ট্রাবুক মেগাবুক টি১ ১৫.৬ উন্মোচন করেছে। স্মার্ট এই ডিভাইসটিকে পারফরম্যান্স পাওয়ারহাউজ হিসেবে ডিজাইন করা হয়েছে; এতে এমন ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন নিয়ে আসা হয়েছে যা সাধারণত উচ্চমূল্যের ল্যাপটপে পাওয়া যায়। ফলে পেশাজীবী, তরুণ ও ডিজিটাল নোম্যাডদের জন্য উন্নত পারফরম্যান্স এখন আরও সহজলভ্য হয়ে উঠেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেগাবুক টি১ এর অনন্য বৈশিষ্ট্য হলো এর নিখুঁত পারফরম্যান্স ইঞ্জিন। এতে ১৩তম জেনারেশন ইনটেল কোর আই৯-১৩৯০০এইচকে প্রসেসর (৫.৪ গিগাহার্জ পর্যন্ত) এবং ইনটেল আইরিস এক্সই গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যা ডেস্কটপ-ক্লাস পারফরম্যান্স নিশ্চিত করে এবং মাল্টিটাস্কিং, ক্রিয়েটিভ ওয়ার্কফ্লো, ও ডিমান্ডিং অ্যাপগুলো খুব সহজেই পরিচালনা করতে পারে। ১টিবি এসএসডি স্টোরেজের সাথে ৩২জিবি এলপিডিডিআর৪ র‍্যাম যুক্ত হয়ে নিশ্চিত করে দ্রুত গতি ও স্মুথ পারফরমেন্স।

বিজ্ঞাপন

টেকনো বলছে, মেগাবুক টি১ ইতিমধ্যেই বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে। এর অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের সাথে পোর্টেবিলিটির সমন্বয় এর কারণে এটি আন্তর্জাতিক পর্যায়ে দুটি বড় পুরস্কার জিতেছে – রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৩ এবং বেস্ট অফ আইফা ২০২৩। মাত্র ১৪.৮ মিলিমিটার পাতলা এবং ১.৫৬ কেজি হালকা ওজনের ডিভাইসটিতে ৭০ওয়াট পার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ১৭.৫ ঘণ্টা পর্যন্ত একটানা ব্যবহার করা সম্ভব। পাশাপাশি প্রিমিয়াম ন্যানো অ্যালুমিনিয়াম অ্যালয় বডি এবং স্টারট্রেইলস ফ্যান্টম নান্দনিকতার সাথে আকর্ষণীয় ভিজ্যুয়াল ও স্থায়িত্ব প্রদান করে।

টেকনো মেগাবুক টি১ ১৫.৬ (১৩তম জেন ইনটেল) এর মূল্য রাখা হয়েছে ৮৯ হাজার ৯০০ টাকা। পারফরম্যান্স, পোর্টেবিলিটি ও স্টাইলের ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করেছে এটি। বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য পুরস্কারপ্রাপ্ত ডিজাইনের সঙ্গে প্রিমিয়াম ল্যাপটপটি টেকনোর সকল আউটলেটে পাওয়া যাচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/এসআর

এআই প্রযুক্তি টেকনো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর