Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকৃবি’তে সিন্ডিকেট সভা হয়নি, প্রশাসন-শিক্ষার্থীদের পালটাপালটি অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সিন্ডিকেট সভা ডেকে হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা থাকলেও সিন্ডিকেট সভাটি হয়নি। শিক্ষার্থীরা সহায়তা না করায় সিন্ডিকেট সভা হয়নি বলে জানিয়েছে প্রশাসন। অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসন কথা রাখেনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) চলমান ইস্যু নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে সিন্ডিকেট সভা বসার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক বলেন, ‘মঙ্গলবারে আলোচনার ব্যাপারে দু’পক্ষের স্বাক্ষরে একটি লিখিত ডকুমেন্ট করে সিন্ডিকেট সভায় এজেন্ডা হিসেবে পাঠাতে শিক্ষার্থীদের আলোচনায় বসার জন্য আহ্বান করা হয়। সকাল থেকে শিক্ষার্থীদের বারবার আলোচনায় বসতে বললেও তারা না আসায় এজেন্ডা তৈরি করা যায়নি। ফলে সিন্ডিকেট সভাটি হয়নি।’

বিজ্ঞাপন

তবে চলমান আন্দোলনের মুখপাত্র ও পশুপালন অনুষদের শিক্ষার্থী এ জেড এম এহসানুল হক হিমেল জানায়, শিক্ষার্থীরা সহযোগিতা করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা রাখেনি।

মঙ্গলবার রাতের সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকাল ৫টার মধ্যে সিন্ডিকেট সভা করে হল ছাড়ার নোটিশ প্রত্যাহার ও সাতদিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা একাডেমিক হয়রানি করা হবে না মর্মে লিখিত স্টেটমেন্ট দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। লিখিত স্টেটমেন্ট দেওয়ার আগে আলোচনায় বসবে না শিক্ষার্থীরা।

সারাবাংলা/এইচআই

কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি সিন্ডিকেট সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর