Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৩০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৩

মেহেদি হাসান মুহিদ

লালমনিরহাট: তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর মেহেদি হাসান মুহিদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে লক্ষীটারী ইউনিয়নের হাদির বাঁধ কেল্লাবন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মুহিদ কালীগঞ্জ উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার বাসিন্দা এনামুল হক এনাম মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকায় চার বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নামেন মুহিদ। কিছুক্ষণ পর তিনজন তীরে উঠতে পারলেও মুহিদ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয়দের চেষ্টা সত্ত্বেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দল এনে তল্লাশি চালানো হয়। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর লক্ষীটারী হাদির বাঁধ কেল্লাবন এলাকা থেকে মুহিদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শরিফুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আমরা সম্ভাব্য এলাকাগুলোতে খোঁজাখুঁজি করেছি। কিন্তু মুহিদের কোনো সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, মেহেদি হাসান মুহিদ সম্প্রতি চীনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করে দেশে ফিরেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর