রাজশাহী: মহানগরের বিনোদনপুর গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে মেডিকেলে নিয়ে গেলে রাত ১২ দিকে ওই শিক্ষার্থী মারা যান।
নিহত শিক্ষার্থীর নাম ইফতেখার ইসলাম ফাহমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার বাসা ঢাকায়। ইংরেজি বিভাগের চেয়ারম্যান মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতেখার ইসলাম ফামিন তার বন্ধু মিরাজ সঙ্গে বাইকের পেছনে ছিল। বিনোদনপুর গেইটের মোড়ে একটি অটোরিকশা হুট করে উলটো দিকে ঘুরে গেলে বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ফামিন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে রামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার বর্ণনা দিয়ে ইংরেজি বিভাগের সভাপতি মমিনুল ইসলাম বলেন, ‘তারা দু’জন বাইকে করে যাচ্ছিল। হঠাৎ করে রিকশাটি উলটোদিকে ইউটার্ন নিলে বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। দু’জনের মধ্যে পেছনে থাকা ফামিনের সেন্স ছিল না। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে রাজশাহী মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, ‘আমরা ঘটনা জানার পর তাৎক্ষণিক ওই অটোরিকশার ড্রাইভারকে আটক করেছি। সড়ক পরিবহণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে।’