Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সারাবাংলা ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৪ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪০

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার প্রশিক্ষা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের মো. পরশ উদ্দীনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকার শেখজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা অটোরিকশাতে চালকসহ চার যাত্রী ছিলেন। অটোরিকশাটি সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার একটু সামনে এলে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন