Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৪

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত তাদের এ বৈঠক চলে বলে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র এমনটা জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের কার্যালয়ে এ বৈঠক হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ঢাকা থেকে এক দিনের সফরে কক্সবাজারে গিয়ে রাতে ঢাকায় ফেরেন তিনি।

বাংলাদেশে রাষ্ট্রদূত থাকাকালে নানা কারণে সব সময়েই আলোচনায় ছিলেন পিটার হাস। গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের মাত্র কয়েকদিন আগে তিনি বাংলাদেশে তার দায়িত্ব পালন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে ২৭ সেপ্টেম্বর দেশটির ফরেন সার্ভিস থেকে অবসর নেন। এর মাত্র তিন দিনের ব্যবধানে ১ অক্টোবর যোগ দেন এক্সিলারেট এনার্জিতে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন এই বহুজাতিক কোম্পানির বিনিয়োগ রয়েছে বাংলাদেশে।

বিজ্ঞাপন

কোম্পানিটি কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে। তার নিয়োগের পর প্রতিষ্ঠানটি জানিয়েছিল, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সে দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে কাজ করেছেন পিটার হাস। তার এ অভিজ্ঞতাই কাজে লাগাতে চায় এক্সিলারেট এনার্জি। সেই হিসেবে প্রতিষ্ঠানটির ব্যবসা বাড়াতে যে কোনো সময় বাংলাদেশে আসতে পারেন আলোচিত সাবেক এই কূটনীতিক। তাই ফরেন সার্ভিস থেকে অবসরে গেলেও বাংলাদেশে আসা-যাওয়ার সুযোগ হারাননি তিনি।

সারাবাংলা/একে/ইআ

আসাদ আলম সিয়াম ঘণ্টাব্যাপী বৈঠক পিটার ডি হাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর