Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি এম কাদের ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮

জি এম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদের।

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ ইব্রাহীম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, তাদের বিরুদ্ধে একটি অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান চলছে। সেই অনুসন্ধান প্রক্রিয়া যাতে বিঘ্নিত না হয়, সে কারণেই বিদেশ যাত্রা সীমিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জিএম কাদের বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী শেরীফা কাদের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে দলের গুরুত্বপূর্ণ পর্যায়ে নেতৃত্বে রয়েছেন।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর