Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় সন্ত্রাসী কোপা মাসুদ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৯

মাসুদ রানা ওরফে কোপা মাসুদ ও তার দুই সহযোগী। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদকে আটক করা হয়েছে। এ সময় তার সহযোগী শেখ বাদশা ও এক মাদকসেবীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প। এর আগে, বুধবার রাতে ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

যৌথ বাহিনী জানায়, অভিযানে মাসুদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও একটি চাপাতি এবং মাদকসেবী জুয়েল রানা নামের অন্য এক ব্যক্তির কাছ থেকে একটি গাঁজা সেবনের কলকি ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও জানা যায়, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, মাদকসেবনসহ একাধিক অভিযোগ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মাসুদের ভয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনযাপন ও ব্যবসা করতে পারছিলেন না। গত ৫ আগস্টের পর থেকে তিনি কয়েক লাখ টাকা চাঁদা আদায় করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, আটকের পর কোপা মাসুদ ও অন্যান্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সারাবাংলা/এইচআই

আটক কোপা মাসুদ সাতক্ষীরা

বিজ্ঞাপন

কাজাখস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১০

আরো

সম্পর্কিত খবর