Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ সেপ্টেম্বর থেকে চবিতে ক্লাস-পরীক্ষা আগের নিয়মে

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববার (৭ সেপ্টেম্বর) থেকে একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপক সাইফুল ইসলামের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার ৭ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম ও পরিবহণ যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘প্রশাসনের সকল স্টেকহোল্ডারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা যেন সেশন জটে না পড়ে সেজন্য ক্লাস পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে গত ৩১ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সারাবাংলা/এমআর/এইচআই

ক্লাস-পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর