Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অধিকতর তদন্তের মাধ্যমে সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটন করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৪ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৫

খুলনা সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

খুলনা: খুলনার প্রবীণ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) রহস্যজনক মৃত্যুর পেছনের কারণ উদঘাটনে অধিকতর তদন্তের দাবি জানিয়েছে খুলনা সাংবাদিক সমাজ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) আয়োজিত এক মানববন্ধনে ও সমাবেশ থেকে সাংবাদিকরা এই দাবি জানান।

বক্তারা বলেন, ‘সাংবাদিক বুলু যদি আত্মহত্যা করেও থাকেন, তাহলে কেন তিনি এমনটা করলেন, তার কারণ অনুসন্ধান করতে হবে। কিসের চাপে অথবা কাদের প্ররোচনায় তিনি আত্মহত্যা করলেন এবং কারা তার মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছে—এসব বিষয় তদন্তের মাধ্যমে সামনে আনতে হবে।’

বিজ্ঞাপন

নেতৃবৃন্দ মনে করেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; এর পেছনে অনেক কারণ রয়েছে। সম্প্রতি খুলনার নদ-নদীতে বেওয়ারিশ লাশের সংখ্যা বেড়েছে। এসব লাশ যেমন শনাক্ত করা যাচ্ছে না, তেমনি মৃত্যুর কারণও উদঘাটন করতে পারছে না পুলিশ। বছরের পর বছর পার হলেও সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

সাংবাদিকসহ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বক্তারা বলেন, ‘সাংবাদিক বুলু আত্মহত্যা করার মতো মানুষ ছিলেন না। তাকে হত্যা করা হয়েছে অথবা আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।’

বক্তারা আরও বলেন, ‘বুলুর লাশ উদ্ধারের পর লবণচরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নৌ-পুলিশ মামলাটির তদন্ত করলেও তদন্তের গতি অত্যন্ত ধীর। আমরা চাই খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), পিআইবি, র‌্যাব এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেন নৌ-পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বুলুর মৃত্যুর পেছনের কারণ উদঘাটন করা সম্ভব।’

এসময় বক্তব্য দেন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব হেদায়েত হেসেন মোল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ার, বিএফইউজের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান মিজানুর রহমান মিল্টন, খুলনা সংবাদপত্র পরিষদের কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব, রকিব উদ্দিন পান্নু, এ এইচ এম শামীমুজ্জামান, নুরুল হাসান লিটু, গাজী মনিরুজ্জামান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, বাপ্পী খান, নেয়ামুল হোসেন কচি, নুর হাসান জনি, আশরাফুল ইসলাম নুর, সুনীল দাস, উত্তম মন্ডল, হেলাল মোল্লা, প্রবীর বিশ্বাস, অভিজিৎ পাল, আনিসুর রহমান কবীর প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন কেউজের মিলন হোসেন, সাগর সরকার, বিমল সাহা, জুয়েল, রাজিব ইসলাম, সোহেল রানা, তুফান গাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেইউজের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম এবং পরিচালনা করেন কেইউজের সহ-সভাপতি কাজী শামিম আহমেদ ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন।

প্রসঙ্গত, গত রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খুলনার খানজাহান আলী (রহ.) রূপসা সেতুর ২ নম্বর পিলারের নিচ থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করে পুলিশ।

সাংবাদিক বুলু তার কর্মজীবন শুরু করেন দৈনিক বঙ্গবাণী পত্রিকায়। এরপর তিনি অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ, চ্যানেল ওয়ান, ইউএনবি ও দৈনিক প্রবাহ-সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন।

তিনি খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এবং বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

সারাবাংলা/এসআর

অধিকতর তদন্ত আত্নহত্যা খুলনা সাংবাদিক বুলু হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর