Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপদেষ্টা পরিষদের সভায় ৩ নীতিমালার খসড়া অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট 
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

ঢাকা: প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বিভাগের ৪১তম সভায় তিনটি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘‘সভায় বিদ্যুৎ বিভাগের ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন/বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫’, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’ এবং আইন ও বিচার বিভাগের ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।’’

বিজ্ঞাপন

এসব খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

ওয়াটারএইডে চাকরির সুযোগ
২০ অক্টোবর ২০২৫ ১৩:০৯

চাকরি দিচ্ছে রানার গ্রুপ
২০ অক্টোবর ২০২৫ ১৩:০৪

আরো

সম্পর্কিত খবর