Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসিসিআই-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯

ঢাকা: শিল্প-শিক্ষায় সহযোগিতা ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্ব দিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ)’র মধ্যে একটি সহযোগিতা চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কার্যালয়ে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ ও ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামস রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ডিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, পারস্পরিকভাবে সম্মত তিন মাসব্যাপী পেশাগত সনদপত্র কোর্স যৌথভাবে আয়োজন করা হবে, যেখানে উদ্যোক্তা ও স্টার্ট-আপ উন্নয়ন, টেকসই ব্যবসায়িক কৌশল ও ইএসজি রিপোর্টিং এবং প্রকল্প ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ডিসিসিআই সবসময় শিল্প-শিক্ষা সহযোগিতার বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে। কারণ দক্ষ জনশক্তিই দেশের অর্থনৈতিক রূপান্তরে অন্যতম নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে।

তিনি বলেন, আয়তনের দিক দিয়ে বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এর জনসংখ্যা অনেক বেশি ও প্রতিবছর শিক্ষাজীবন শেষ করে বিপুলসংখ্যক জনগোষ্ঠী কর্মক্ষেত্রে প্রবেশ করছে। বাস্তবতা হলো যুগোপযোগী শিক্ষাক্রমের অভাবে আমরা শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে বেশ পিছিয়ে আছি।

ডিসিসিআই সভাপতি বলেন, ডিসিসিআই ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এ সহযোগিতা স্মারক আগামী প্রজন্মের পেশাজীবীদের গড়ে তুলতে, বেসরকারি খাতকে শক্তিশালী করার পাশাপাশি টেকসই শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাংলাদেশকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামস রহমান বলেন, এ সহযোগিতা স্মারক উদ্যোক্তা ও স্টার্টআপ উন্নয়নকে উৎসাহিত করতে যৌথভাবে নির্ধারিত কোর্সগুলো বাস্তবায়নের অংশীদার হবে।

তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি হিসেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সর্বদা বেসরকারিখাতের সঙ্গে সমন্বয়ে কাজ করার চেষ্টা করে, যাতে সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, ডিন প্রফেসর ড. আহমেদ ওয়াসিফ রেজা, ডিসিসিআই’র সহ-সভাপতি মো. সালেম সোলায়মান এবং পরিচালক মামনুন কাদের, কামরুল হাসান তুহিন ও মিনহাজ আহমেদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর