Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকরিয়ায় অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১০

দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া পৌরশহরে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের গ্রামার স্কুলের সামনে তাদের গ্রেফতার করা হয়।

আটক যুবকরা হলেন— চকরিয়া পৌরসভার সিকদারপাড়া এলাকার মোহাম্মদ জিশান (২৫) ও সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার মোহাম্মদ আবদুল্লাহ (২৪)।

ওসি তৌহিদুল আনোয়ার জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিশান ও আবদুল্লাহ পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এ সময় জিশানের কাছ থেকে একটি এলজি (দেশীয় তৈরি বন্দুক) ও দুটি গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এইচআই

অস্ত্রসহ গ্রেফতার গ্রেফতার যুবক গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর