লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসমাম হোসাইন নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ‘প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরছে, যার প্রধান কারণ বেপরোয়া ও অসচেতন চালক। এর ফলে শিক্ষার্থীদের জীবন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ছে।’
বক্তারা আরও বলেন, ‘লালমনিরহাট জেলার তিস্তা থেকে বুড়িমারী পর্যন্ত মহাসড়ক এখন যেন এক মৃত্যুফাঁদ। প্রায় প্রতিদিনই এই মহাসড়কের কোনো না কোনো অংশে দুর্ঘটনা ঘটছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কঠোর আইন প্রয়োগ, গণসচেতনতা বৃদ্ধি এবং সড়কে যথাযথ মনিটরিং নিশ্চিত করা জরুরি বলে তারা মন্তব্য করেন।’
আন্দোলন কারীরা জানান, শিক্ষার্থীদের প্রাণহানির এই মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তাই অবিলম্বে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়।
প্রসঙ্গত, বুধবার (৪ সেপ্টেম্বর) লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দুর্ঘটনায় সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইসমাম হোসাইন নিহত হয়।