২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে আগেই। বাছাইপর্বের ম্যাচগুলো এখন তাই ব্রাজিলের কাছে শুধুই নিয়ম রক্ষার। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের আরও একবার ঝালিয়ে নিল কার্লো আনচেলত্তির দল। মারাকানায় চিলিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সেলেসাওরা।
আজ ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিল। তবে মাঠের লড়াইয়ে ভিনির অভাবটা বুঝতে দেননি অন্যরা। ৩৮ মিনিটের মাথায় সেলেসাওদের এগিয়ে দেন এস্তেভাও। পেলের (১৭ বছর ৪ মাস) পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে গোল পেলেন এস্তেভাও (১৮ বছর ৪ মাস)।
এস্তেভাওয়ের গোলেই ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর ছিল ব্রাজিলের আক্রমণভাগ। একের পর এক আক্রমণে চিলি রক্ষণকে বিপর্যস্ত করেছেন তারা।
৭৬ মিনিটে লুইস হেনরিকের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন পাকুয়েতা। ৭৬ মিনিটের মাথার দলের তৃতীয় গোল আসে ব্রুনো গিমেরেসের পা থেকে।
শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। বাছাইপর্বের শেষ ম্যাচে ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবেন তারা।