Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়ায় বিরল প্রজাতির সজারু উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৩

বিরল প্রজাতির সজারু।

পটুয়াখালী: কলাপাড়ায় বিরল প্রজাতির গুরুতর আহত একটি সজারু উদ্ধার করেছে অ্যাানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। এটি দৈর্ঘ্যে দুই ফুট আর ওজন সাত কেজি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রাম থেকে প্রাপ্তবয়স্ক এ সজারুটি উদ্ধার করা হয়।

অ্যাানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা জানায়, স্থানীয়রা সজারুটিকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজারুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। সজারুটি পরিপূর্ণ সুস্থ হলে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্তের কথা জানান তারা।

বিজ্ঞাপন

কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক বলেন, ‘বিপদগ্রস্থ বন্যপ্রানী উদ্ধারে এনিমেল লাভারস অফ পটুয়াখালীকে সবসময় সহযোগিতা করা হচ্ছে। সজারুটিকে চিকিৎসা শেষে উন্মুক্ত বনে অবমুক্ত করা হবে। বন্যপ্রানী নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

বিরল প্রজাতির সজারু

বিজ্ঞাপন

আসছে ‘পুষ্পা ৩’
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১

আরো

সম্পর্কিত খবর