Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার অপহরণকারী

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৭

গ্রেফতার মোখলেসুর রহমান রাজু।

ঢাকা: রাজধানীর কদমতলীতে অপহৃত ১২ বছরের এক মাদরাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র‍্যাব-১০। এ ঘটনায় অপহরণকারী মোখলেসুর রহমান রাজুকে (২৯) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) র‍্যাব-১০ এর সিপিসি-১ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পটির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী সুমন এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় ১২ বছরের এক শিশু। পরদিন সকালে শিশুটির বাবার মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে কল আসে এবং মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে ৪০ হাজার টাকা আদায়ও করে অপহরণকারীরা।

বিজ্ঞাপন

পরিবার বিষয়টি র‍্যাবকে জানালে টানা ১৭ ঘণ্টার অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে র‍্যাব। এ সময় অপহরণকারী রাজুকেও গ্রেফতার করা হয়।

হাসান সিদ্দিকী বলেন, অপহরণকারী রাজু শিশুটিকে মোবাইল গেম, চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে একাধিক স্থানে স্থানান্তর করে পরিবারের ওপর চাপ বাড়াতে থাকে এবং আরও মুক্তিপণ আদায়ের চেষ্টা করে।

তিনি বলেন, এ ঘটনায় গ্রেফতার অপহরণকারীর সঙ্গে আরও কেউ যুক্ত আছেন কি না, সে বিষয়ে তদন্ত চলছে। এছাড়া উদ্ধার শিশু ও গ্রেফতার আসামিকে আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আসন্ন নির্বাচন সামনে রেখে র‌্যাবের অস্ত্র উদ্ধার কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জানান, অস্ত্র উদ্ধারে র‌্যাবের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

সারাবাংলা/এমএইচ/ইউজে/এনজে 

অপহরণ গ্রেফতার মাদরাসাছাত্র মুক্তিপণ

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর